সারদা মামলায় (Sarada Scam Case) যুক্ত রয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) । তার প্রমাণও নাকি রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) হাতে । এবার সেই প্রমাণ সিবিআই-এর (CBI) কাছে জমা দেবেন তিনি। সোমবার বিধানসভার বাইরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে এমনই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী । তৃণমূল পাল্টা বিরোধী দলনেতাকে 'আহাম্মক' বলেছে ।
বিধানসভার বাইরে দুর্নীতি সংক্রান্ত প্রশ্নের জবাবে শুভেন্দু বলেন, "আগামী দু’তিন দিনের মধ্যে নিজাম প্যালেস কিংবা সিজিও কমপ্লেক্সে গিয়ে সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টরের কাছে সারদা দুর্নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রমাণ দিয়ে আসব।" এছাড়া তাঁর কাছে পিএসসি এবং ওয়েবেল সংক্রান্ত দুর্নীতির প্রমাণও রয়েছে বলে দাবি করেছেন শুভেন্দু ।
আরও পড়ুন, WB Panchayet Election : পঞ্চায়েত ভোটে মহিলাদের উপর হিংসার অভিযোগ, ৫ সাংসদের দল গঠন বিজেপির
পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল । প্রমাণ থাকলে, তা এতদিন পর কেন বলছেন শুভেন্দু, সেই প্রশ্ন তুলেছেন তাপস রায় । শান্তনু সেন 'আহাম্মক' বলেছেন শুভেন্দুকে ।