ভোট পরবর্তী হিংসায় আক্রন্তদের নিয়ে ফের রবিবার অর্থাৎ আজ রাজ্যপালের সঙ্গে দেখা করবেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, এদিন সন্ধে ৬টা নাগাদ রাজভবনে যেতে পারেন শুভেন্দু। এমনকি তিনি ধরনাও বসতে পারেন। এবং তারজন্য অনুমতি চেয়ে CP-র কাছে চিঠিও পাঠিয়েছেন।
শনিবার, বিরোধী দলনেতার দফতর সূত্রে রবিবারের এই কর্মসূচির কথা জানানো হয়েছে। ইতিমধ্যে রাজভবনের তরফে শুভেন্দু অধিকারীকে অনুমতি দেওয়া হয়েছে বলেও ওই সূত্র মারফত জানা গিয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজভবনে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন প্রায় ২০০ BJP কর্মী। অভিযোগ, ভোট পরবর্তী হিংসায় অত্যাচারিত হয়েছিলেন তাঁরা। বর্তমানে ঘরছাড়া। সেকারণেই তাঁদের নিয়ে রাজভবনে যাওয়ার চেষ্টা করলেও ঢুকতে দেওয়া হয়নি। ওই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন রাজ্যপাল। জানান, এইভাবে কাউকে আটকে রাখা উচিত নয়।