বীরভূমের (Birbhum) রামপুরহাটে (Rampurhat) যাওয়ার পথে শক্তিগড়ে ল্যাংচা খেতে নেমেছিলেন বিজেপি (BJP) বিধায়করা। তা নিয়ে তীব্র কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁকে পাল্টা আক্রমণ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।
শুভেন্দু বলেন, "মুখ্যমন্ত্রী বলছেন, একটা দল ল্যাংচা খেতে যাচ্ছে! ওঁর মুখ ফিনাইল দিয়ে পরিষ্কার করা উচিত।"
আরও পড়ুন:
রামপুরহাটে যাওয়ার পথে বর্ধমানের (Burdwan) শক্তিগড়ে (Shaktigarh) ল্যাংচা-ব্রেক নেন বিজেপি বিধায়করা। তা নিয়ে তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
বুধবার সকালে কলকাতা থেকে বাসে করে রামপুরহাটের দিকে রওনা দেন বিজেপির এমএলএরা। মাঝে শক্তিগড়ে দাঁড়ায় বাস। দেখা যায় দেহরক্ষী পরিবৃত বিজেপি বিধায়কেরা মন দিয়ে ল্যাংচা খাচ্ছেন।নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সরকারি কর্মসূচি থেকে এই নিয়ে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: Rampurhat: সংসদে উঠল রামপুরহাট, রাষ্ট্রপতি শাসনের দাবি বিজেপির, অমিত শাহের কাছে তৃণমূল
উল্লেখ্য, বুধবার সকালেই বগটুই গ্রামে পৌঁছে যান সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। কিন্তু যাওয়ার পথে শক্তিগড়ে কালক্ষয় করেন বিজেপি বিধায়করা।