রাজ্যজুড়ে দ্রুত স্কুল খোলার দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা চলছে। এবার সেই দাবি নিয়েই মুখ খুললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের (Nandigram) বিরুলিয়ায় শুক্রবার সভা করেন তিনি। তাঁর মতে, রাজ্যে বিউটি পার্লার খোলা, সেলুন খোলা। সেখানে স্কুল খোলা নিয়ে সরকারের আপত্তি কোথায়!
শুক্রবার জনসভা থেকে শুভেন্দু বলেন, "সরকার বাহাদুরের কাছে আবেদন, গরীব ছাত্রছাত্রীদের কথা ভেবে তাঁদের জন্য টিকার ব্যবস্থা করবেন। কোভিডবিধি (Covid Guidelines) মেনে দ্রুত স্কুল খুলবেন। নন্দীগ্রামের প্রত্যন্ত এলাকার এক স্কুলছাত্রী ফোন করে তার দুঃখের কথা জানিয়েছে। দুবছর ধরে তারা শিক্ষালাভে বঞ্চিত হয়েছে। এইরকম গরীব শিক্ষার্থীদের জন্য সরকার কেন নীরব?" রাজ্যকে খোঁচা দিয়ে তিনি বলেন, "মদের দোকান, বার, বিউটি পার্লার, সেলুন খোলা। সেখানে কোভিড দেখা যায় না। কোভিড শুধু লোকাল ট্রেন আর স্কুলে থাকে। স্কুল বন্ধ রেখে রাজ্য সরকার গোটা প্রজন্মের ক্ষতি করছে। স্কুল-কলেজের অনেক পড়ুয়ারাই বলছে, তারা সব ভুলে গিয়েছে।"
আরও পড়ুন: মূর্তি বসানোকে স্বাগত জানিয়েও ট্যাবলো বাতিল নিয়ে সমালোচনায় তৃণমূল
শুভেন্দু অধিকারীর অভিযোগ, "গরীব বাড়ির স্কুলপড়ুয়ারা প্রাইভেট টিউশন, ট্যাব কিনতে পারে না। তাই তাদের পড়াশোনা বন্ধ। দীর্ঘদিন ধরে একটা প্রজন্মকে পঙ্গু করে দিচ্ছে রাজ্য সরকার।" কোভিড বিধি মেনে অনেক রাজ্যে স্কুল খুলে গিয়েছে। নন্দীগ্রামের বিধায়কের মতে, একই রকমভাবে রাজ্যে স্কুল চালু করতে পারে রাজ্য।