আনিস খানের (Anish Khan) পরিবার যদি হাই কোর্ট বা সুপ্রিম কোর্টে যেতে চায়, তাহলে তিনি তাদের সাহায্য করবেন। বুধবার এ-কথা জানিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।
শুভেন্দু জানান, আনিসের পরিবারের সঙ্গে তাঁর কথা হয়েছে। পরিবারের দাবি সিবিআই তদন্ত। তিনিও সেই দাবি সমর্থন করেন। সব রকমের আইনি সাহায্য করার কথাও তিনি আনিসের দাদাকে জানিয়েছেন।
আরও পড়ুন: Anish Khan Murder: সিবিআই তদন্ত চাইলে প্রাণে মেরে ফেলা হবে, আনিস খানের পরিবারকে ফোনে হুমকির অভিযোগ
শুভেন্দুর অভিযোগ, আনিস খানের হত্যার পিছনে বড় ষড়যন্ত্র রয়েছে৷ দু'জন আইপিএস অফিসার এতে জড়িত। তাই সিবিআই তদন্ত না হলে বিচার মিলবে না।