পুরসভা নির্বাচনে (Municipal Election) ছাপ্পা ভোটের প্রতিবাদে ডাকা বন্ধ মাঝপথেই প্রত্যাহারের জন্য বিজেপির রাজ্য নেতৃত্বকে অনুরোধ জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। তবে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) বক্তব্য, তিনি এই বিষয়ে কিছু জানেন না। শুভেন্দু তাঁকে কিছু বলেননি। আচমকা কর্মসূচি প্রত্যাহার সম্ভব নয়।
নন্দীগ্রামের টেঙ্গুয়ায় এসে শুভেন্দু বলেন, ‘‘হঠাত্ করে ডাকা বন্ধে অনেকের অসুবিধা হচ্ছে। অনুরোধ করব প্রত্যাহার করে নিতে। আমি অনুরোধ করব ধর্মঘটিদের, প্রেসিডেন্ট ঘোষণা করে দেবেন। আপনারা অবরোধ প্রত্যাহার করে নিন।’’
আরও পড়ুন: Bangla Bandh: বিজেপির ডাকা বন্ধে বিক্ষিপ্ত অশান্তি বড়বাজার, হাজরা, মেচেদায়
বিজেপির ডাকা বনধে সাড়া মেলেনি। কলকাতা সহ রাজ্যের অধিকাংশ জায়গাই সচল ছিল। তার মাঝেই এমন মন্তব্য শুভেন্দুর।