আসানসোল (Asansol) এবং বালিগঞ্জের উপনির্বাচনে বিজেপির (BJP) ভোটপ্রচারের দায়িত্বে থাকবেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) এবং রানাঘাটের (Ranaghat) সাংসদ জগন্নাথ সরকার।
আসানসোল লোকসভার উপনির্বাচনের দায়িত্বে থাকছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিধায়ক শুভেন্দু অধিকারী। তাঁকে নির্বাচনী পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। সহ-পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন অর্জুন সিংহ। এ ছাড়াও ওই কেন্দ্রে দায়িত্বে থাকছেন রাজ্য সাধারণ সম্পাদক জ্যোতির্ময় মাহাতো এবং বিদ্যাসাগর চক্রবর্তী।
আরও পড়ুন: Anish Khan: আনিস খান হত্যার তদন্ত শেষ করতে হবে এক মাসের মধ্যে, নির্দেশ আদালতের
অন্য দিকে, বালিগঞ্জ কেন্দ্রে নির্বাচনী পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। সহ-পর্যবেক্ষকের দায়িত্বে থাকছেন সঞ্জয় সিংহ। এ ছাড়াও সোমনাথ বন্দ্যোপাধ্যায় এবং অশোক দিন্দাকেও এই কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব দিয়েছে দল।
দুই কেন্দ্রে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। আসানসোলে প্রার্থী হয়েছেন শ্ত্রুঘ্ন সিন্হা এবং বালিগঞ্জে প্রার্থী হয়েছেন বাবুল সুপ্রিয় ।