মঙ্গলবার রাতে ৯৫ বছর বয়সে মৃত্যু হয়েছে রামকৃষ্ণ মঠ এবং মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দর। বুধবার ভোররাতেই তাঁর মরদেহ নিয়ে আসা হয়েছে বেলুড় মঠে। সংস্কৃতি ভবনে প্রয়াত মহারাজকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন ভক্তরা।
বালির বিধায়ক রানা চট্টোপাধ্যায় মহারাজকে শ্রদ্ধার্ঘ্য জানাতে বেলুড় মঠে এসেছেন বুধবার সকালেই। স্মরণানন্দের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ ছিলেন স্বামী স্মরণানন্দ। স্বামী আত্মস্থানন্দের জীবনাবসানের পর ২০১৭ সালেরর ১৭ জুলাই অধ্যক্ষ পদে দায়িত্ব নেন তিনি। মূত্রনালীর সংক্রমণে গত ২৯ জানুয়ারি থেকে হাসপাতালে ভর্তি ছিলেন স্বামী স্মরণানন্দ। পরে সেপটিমিসিয়ায় আক্রান্ত হন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর কিডনিও কাজ করছিল না।