যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুকে ব্যাপক মারধর করে খুন করা হয়েছে। এমনই অভিযোগ তুললেন তাঁর বাবা রামপ্রসাদ কুণ্ডু। একটি বাংলা সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে তিনি জানান, ভীষণ মারধর করা হয়েছিল স্বপ্নদীপকে। সারা গায়ে কালশিটের দাগ ছিল।
প্রথমবর্ষের ছাত্র স্বপ্নদীপের মৃত্যুর জন্য তাঁর সিনিয়রদেরই দায়ী করেছেন রামপ্রসাদবাবু। তিনি জানিয়েছেন, বারবার বাড়িতে ফোন করে তাঁকে নিয়ে যাওয়ার জন্য বলতেন স্বপ্নদীপ। সেইমতো শুক্রবার বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনাও ছিল। কিন্তু তার আগেই বৃহস্পতিবার খুন করা হয় বলে অভিযোগ। স্বপ্নদীপের বাবা জানিয়েছেন, রড দিয়ে মাথার পিছনেও আঘাত করা হয়।