কৃষ্ণের জন্মদিনে হাজারো রকমের আয়োজন চলছে বাড়িতে বাড়িতে। কোথাও তালের বড়া, তাল ক্ষীর, তাল মাখন তো আবার কোথাও মালপোয়া দিয়ে উদযাপন করা হচ্ছে কৃষ্ণের জন্মদিন (Janmasthami)।
এই বিশেষ দিনে প্রায় সব মিষ্টির দোকানেই ব্যাপক ভিড় চোখে পড়ে। আর এই দিনে তালের বিশেষ মিষ্টি তৈরি করেছেন এক মিষ্টি বিক্রেতা। দুর্গাপুরের মামড়া বাজারের এই দোকানে মিলছে তালের বড়া।
আরও পড়ুন - আজ জন্মাষ্টমী, গোপালের ভোগে তালের বড়া, ক্ষীরের সঙ্গে থাক ডালিয়ার খিচুড়ি
আর সেই কারণেই ভিড় হচ্ছে চোখে পড়ার মতো। যদিও তিনি শুধু মাত্র তালের বড়া বিক্রি করছেন এমন নয়। একইসঙ্গে পাওয়া যাচ্ছে তাল দিয়ে তৈরি নানান ধরনের মিষ্টি। এমনকি এই মিষ্টির দাম রয়েছে সাধ্যের মধ্যেই।