লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। অভিযোগ তোলা হয়, কংগ্রেসের ব্যাঙ্ক অ্য়াকাউন্ট থেকে টাকা ছিনতাই করা হচ্ছে। বৃহস্পতিবার ওই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সনিয়া গান্ধি, রাহুল গান্ধি এবং মল্লিকার্জুন খড়গে।
কী মন্তব্য?
ওই বৈঠকে সনিয়া গান্ধির অভিযোগ, লোকসভা নির্বাচনের আগে পরিকল্পিতভাবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। যা গণতন্ত্রের উপর আঘাত বলেও মন্তব্য করেন তিনি। কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ অপরররাধমূলক গতিবিধি বলেও অভিযোগ তাঁদের।
এদিকে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর এই প্রথম সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধি। রাহুল গান্ধি, মল্লিকার্জুন খড়গের মতো সোনিয়াকেও সুর চড়াতে দেখা যায় এদিনের বৈঠকে।