বিশ্বভারতীর ফলকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম নেই। তার পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম আছে। এই নিয়ে বিতর্ক দানা বাধতেই পুরনো ফলক সরিয়ে নতুন ফলক বসানোর সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।
বিশ্বভারতীর মুখপাত্র মহুয়া বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ওই ফলক অস্থায়ী ছিল। হেরিটেজ সাইট হিসেবে চিহ্নিত করতে ওটা বসানো হয়েছে। এরপর আর্কিওলজিকাল সার্ভ অফ ইন্ডিয়া ও ইউনেস্কো যে ফলক দেবে, তা বসানো হবে।
এই নিয়ে তোপ দেগেছে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস। কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব কেসি ভেনুগোপাল জানিয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম সরিয়ে শান্তিনিকেতনে আচার্য হিসেবে নিজের নাম বসানো হচ্ছে। তৃণমূল সাংসদ জহর সরকারও বিজেপিকে আক্রমণ করেছেন। তিনি এক্স প্ল্যাটফর্মে পোস্ট করে বলেন, ইউনেস্কো স্পষ্ট করে বলেছে, তারা শান্তিনিকেতনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে রবীন্দ্রনাথ ঠাকুর ও তার অনন্য উত্তরাধিকারীদের সম্মান করছে। ক্ষমতালোভী উপাচার্য ও তাদের গুরুরা মনে করছেন, ইউনেস্কো তাঁদের সম্মান করছে।