রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর শাহের প্রথম সফর বাংলায় (Amit Shah Bengal Visit) । বুধবার রাতে কলকাতায় পৌঁছানোর কথা রয়েছে তাঁর । বিজেপি সূত্রে খবর, তিনদিনের রাজ্য সফরে ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর । একাধিক সরকারি এবং দলীয় কর্মসূচির পাশপাশি তিনি কলকাতায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন । সেখানে নৃত্য পরিবেশন করার কথা ডোনা গঙ্গোপাধ্যায়ের (Dona Ganguly) ।
অমিত শাহের সফরসূচি একনজরে দেখে নেওয়া যাক
৪ মে, বুধবার রাতে কলকাতা পৌঁছাচ্ছেন শাহ । রাজারহাটের হোটেলেই রাত্রিযাপন করবেন ।
৫ মে বৃহস্পতিবার সকালে প্রথমে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে যাবেন । সেখানে বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে তাঁর । এরপর শাহের গন্তব্য নদিয়ার কল্যাণী । কল্যাণী থেকে সোজা চলে যাবেন উত্তর ২৪ পরগনার হরিদাসপুরের বিএসএফ ক্যাম্পে । মৈত্রী সংগ্রহালয়ের শিলান্যাস করার কথা রয়েছে তাঁর । সেখানে জওয়ানদের সঙ্গে মধ্যাহ্নভোজ করতে পারেন । এদিন বিকেলেই শিলিগুড়ির উদ্দেশে রওনা দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী । সেখানে জনসভা করার কথা রয়েছে শাহের ।
আরও পড়ুন, Higher Secondary Exam: এবার থেকে বছরে দু'দফায় উচ্চমাধ্যমিক, সেমেস্টার সিস্টেমের ভাবনা শিক্ষা সংসদের
৬ মে শুক্রবার কোচবিহারের তিনবিঘার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর । সেখানে বিএসএফের অনুষ্ঠানে যোগ দিতে পারেন তিনি । অনুষ্ঠান শেষে ফের কলকাতায় ফিরে আসবেন । হোটেলেই দু’টি সাংগঠনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর । এই বৈঠকে হাজির থাকতে পারেন বিজেপি সাংসদ, বিধায়ক, জেলা পরিষদ এবং বিভিন্ন পুরসভার জয়ী প্রার্থীরা । বৈঠকের পর শুক্রবার সন্ধ্যায় ভিক্টোরিয়ায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজির থাকবেন শাহ । উপস্থিত থাকবেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও । এই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতে পারেন ডোনা গঙ্গোপাধ্যায় । তিনদিনের সফর শেষে শুক্রবারই দিল্লিতে ফেরার কথা রয়েছে অমিত শাহের ।
২১-এর বিধানসভা নির্বাচন দিয়ে শুরু । তারপর থেকে প্রতিটি নির্বাচনে ব্যর্থ হয়েছে বিজেপি(BJP)। কলকাতা পুরসভায় ব্যর্থতা, রাজ্যজুড়ে ১০৭টি পুরসভার ভোটে পরাজয়, উপ নির্বাচনে জেতা আসন শান্তিপুর(Santipur By-Election) থেকে দিনহাটা এমনকি আসানসোল লোকসভাও(Asansol Loksabha By-Election) হাতছাড়া হয়েছে । দলের মধ্যেই একের পর এক নেতা, রাজ্য নেতৃত্বেরই একাংশের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিচ্ছেন । এই আবহে অমিত শাহের বঙ্গ সফর যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ।