রাজ্যের প্রতি কোণ থেকেই প্রায় নিত্যদিন উঠছে নারী নির্যাতনের অভিযোগ। আর প্রতিক্ষেত্রেই পুলিশকে কাঠগড়ায় তুলছে বিজেপি। কিন্তু বুধবার ব্যতিক্রম হয়ে থাকল বাঁকুড়ার তালডাংরা। এদিন নির্যাতিতার পরিবারের বাড়িতে গিয়ে বিড়ম্বনার মুখে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরিবারের তরফ থেকে শুভেন্দুকে সাফ জানিয়ে দেওয়া হয়, তাঁদের পরিবারের ঘটনায় কোনও রাজনৈতিক সাহায্যের প্রয়োজন নেই। বরং পুলিশের উপর তাঁদের আস্থা আছে বলেই জানান পরিবারের সদস্য। এমনকী, রাজনীতি না করে শুভেন্দুকে ফিরে যেতেও অনুরোধ করা হয়।
রবিবার তালডাংরায় ওই আদিবাসী তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে জনা চারেক যুবকের বিরুদ্ধে। তরুণীকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার দিনই বিকেলে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। বিজেপির অভিযোগ, অভিযুক্তেরা সকলেই তৃণমূলের সঙ্গে যুক্ত।
অস্বস্তি এড়াতে শুভেন্দু এর পর তালডাংরা থানার শিমুলডাঙ্গা গ্রামের ওই নির্যাতিতার পরিবারকে বলেন, ‘‘আপনারা যখন প্রয়োজন মনে করবেন, আমাদের ডাকবেন। আমরা আপনাদের সঙ্গে আছি। আমরা জোর করে কিছু করব না।’’ এর পর বিষ্ণুপুরে বিজেপির দফতরের উদ্দেশে রওনা হন তিনি।
পরে রাজ্যের বিরোধী দলনেতা এই ঘটনার জন্য রাজ্য পুলিশকে কাঠগোড়ায় তোলেন। তিনি বলেন, ‘‘ওই পরিবারকে এমন ভাবে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘিরে ছিলেন, যে তাঁরা মনের কথা আমাদের খুলে বলতে পারেননি। পুলিশ নজরে রেখেছিল পরিবারটি আমাদের কী বলেন। পরিবার নিজেদের সামাজিক সংগঠনের উপর ভরসা ও আস্থা প্রকাশ করেছেন। আমরা প্রথম দিন থেকেই পরিবারটির পাশে থাকার চেষ্টা করেছি। আমাদের দলীয় নেতৃত্ব ঘটনার পরে পরেই পরিবারের সঙ্গে দেখা করেছিলেন।’’