বহু চাকরিপ্রার্থীর থেকে প্রায় সাড়ে ১৯ কোটি টাকা তুলেছেন হুগলির যুব তৃণমূল নেতা। সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের সময়ে দাবি করলেন প্রাথমিকে ‘নিয়োগ-দুর্নীতি’ মামলায় ধৃত মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ তাপস মণ্ডল। বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নিজাম প্যালেসে তাপস মন্ডলকে জেরা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বেরনোর সময় তিনি দাবি করেন, তৃণমূল নেতা যে ১৯ কোটি ৪৪ লক্ষ ৫০ টাকা তুলেছিলেন, তার কিছু তথ্যপ্রমাণ তিনি তদন্তকারীদের হাতে তুলে দিয়েছেন।
সিবিআই সূত্রে খবর, বুধবার তাপস এবং ওই তৃণমূল নেতাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রায় ৩ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর বাইরে বেরিয়ে তাপস দাবি করেন, ওই নেতাকে যাতে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়, তার আর্জি তিনি আগেই জানিয়েছিলেন। যদিও ওই টাকা তৃণমূল নেতা কোথায় পাঠিয়েছেন, তা জানেন না বলেই তাপস দাবি করেছেন।
এর আগে গত ৩ জানুয়ারি, সিবিআই দফতরে হাজিরা দেন তাপস মণ্ডল।
এর আগে নিয়োগ দুর্নীতি মামলা তাপস মণ্ডলকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করে ইডি। সূত্রের খবর,ইডির কাছে যে বয়ান দিয়েছিলেন, সিবিআই-কেও তাই জানিয়েছেন তাপস মণ্ডল।