ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে তারাপীঠে বিশেষ পুজো। এটিই কৌশিকী অমাবস্যা। তন্ত্র ও শাস্ত্র মতে দুই পদ্ধতিতেই এই তিথি সাধনার জন্য বিশেষ যোগ। বিশ্বাস, ভক্তরা মন্দিরে মায়ের পুজো দিলে বিশেষ ফল লাভ করে। এই অমাবস্যায় মা তারাকে বিশেষ ভোগও দেওয়া হয়।
তারাপীঠে এদিন মাকে আতপ চাল, নারকেল, জবা ফুল, ঘিয়ের প্রদীপ ও ঘি অর্পণ করা হয়। রাজবেশে সাজিয়ে ভোগ নিবেদন করা হয়। তারাপীঠ মন্দিরে কৌশিকী অমাবস্যায় কী কী ভোগ থাকে। প্রতিবার মায়ের জন্য আমিষ ও নিরামিষ, দুইরকম ভোগ দেওয়া হয়। পোলাও, সবজি, পাঁচ রকমের ভাজা, মাছ, মাংস, মিষ্টি দিয়ে মা তারাকে ভোগ নিবেদন করা হয়। ভক্তরাও এই ভোগ কুপন কেটে খেতে পারবেন। মন্দির কমিটির কাছ থেকে কুপন কেটে এই ভোগ পাওয়া যায়।
এই বছর প্রায় ৭-৮ লক্ষ ভক্ত সমাগম হয়েছে তারাপীঠে। সকাল থেকে কড়া নিরাপত্তায় ঢেকে ফেলা হয়েছে মন্দির চত্বর। একাধিক ওয়াচ টাওয়ারও বসানো হয়েছে।