মহাঅষ্টমীর সকালে মণ্ডপে মণ্ডপে চলছে দেবী দুর্গার আরাধনা। বেলুড় মঠ, কোন্নগর-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে কুমারী পুজো। একই ছবি দেখা গেল বীরভূমের তারাপীঠেও। প্রথা অনুযায়ী, মাতৃ বন্দনার পরে কুমারী এক কন্যা দেবী রূপে পূজিত হচ্ছে।
অষ্টমীর সকাল থেকেই তারাপীঠে শুরু হয়ে গিয়েছে পুজোর তোড়জোড়। এই মন্দিরের পূজারীদের বিশ্বাস, মা-তারা সব দেবদেবীর উর্ধ্বে। তাই তারাপীঠে আলাদা করে কোনও দুর্গা প্রতিমার কোনও পুজো করা হয় না। মা তারাকেই এই কদিন দুর্গা রূপে পুজো করা হয়।
মা তারার মূর্তির সামনেই ৯ বছরের কুমারী সুপর্ণা চক্রবর্তীকে দেবীজ্ঞানে পুজো করা হল। তারাপীঠ মন্দিরের মূল গর্ভগৃহের সামনের নাট মন্দিরে এই পুজোর আয়োজন করা হয়। হলুদ শাড়ি পরিয়ে গলায় জবা ফুলের মালা দিয়ে ওই শিশু কন্যাকে দেবী রূপে সাজনো হয়েছে।
এই পুজোর পর পাঁচ রকম মিষ্টি, ২০ কিলো ঘি, এক কুইন্টাল বেল কাঠ, বেলপাতা যজ্ঞের আয়োজন করা হয়। রাতে সন্ধি পুজোয় দেবীকে চামুণ্ডা রূপে আরাধনা করা হয়।