মহালয়া মানেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গুরুগম্ভীর গলায় স্তোত্রপাঠ এবং পিতৃপক্ষের অবসানে নদীর ঘাটে ঘাটে তর্পণের ভিড়। গত ২ বছর করোনার কারণে এই চিরপরিচিত দৃশ্য কার্যত উধাও হয়ে গিয়েছিল কলকাতা বা শহরতলি থেকে। কিন্তু করোনা পরিস্থিতি স্বাভাবিক হতেই ফের শহরের ঘাটে ঘাটে তর্পণের উদ্দেশ্যে ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা।
রবিবার সকাল থেকেই তিলোত্তমার বিভিন্ন ঘাটের ছবিটা প্রায় এক। আহিরীটোলা-বাগবাজার থেকে দক্ষিণেশ্বর, সর্বত্রই থিকথিকে ভিড়। আবার কোনও কোনও ঘাটে সকাল থেকেই তর্পণের লম্বা লাইনও নজরে এসেছে। শাস্ত্র বলছে, দেবীপক্ষের আগের কৃষ্ণা প্রতিপদে পিতৃপুরুষরা মর্ত্যে আসেন। উত্তরসূরিদের থেকে জল পাওয়ার জন্য আকূল অপেক্ষা করেন তাঁরা। আর মহালয়ার ভোরে পূর্বপুরুষদের উদ্দেশ্যে সেই জলদান করাই হল তর্পণ।
আরও পড়ুন- Mahalaya 2022 : বাজল তোমার আলোর বেণু, মহালয়ার ভোরে শারদ শুভেচ্ছা
তবে বছর দুই বাদে চেনা ছন্দে ফিরে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে তার জন্য তৎপর রয়েছে কলকাতা পুলিশ। বিভিন্ন ঘাটে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। জলপথেও চলছে কড়া নজরদারি। শুধু পুলিশ নয়, যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৈরি রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীও।