এবার দমকলে নিয়োগেও দুর্নীতির অভিযোগ। নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা দমকলে চাকরি করিয়ে দেওয়ার নামে টাকা তুলেছিলেন বলে অভিযোগ তুলে সম্প্রতি একটি অডিয়ো ক্লিপ সামনে আনেন বিজেপির তরুণজ্যোতি তিওয়ারি। যেখানে তাপসকে টেলিফোনে দমকলে চাকরির নামে টাকা চাইতে শোনা যায়। যদিও অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা।
যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে তাপস জানান বিরোধীরা তাঁর বিরুদ্ধে 'চক্রান্তের' চেষ্টা করছে। এর আগে, তরুণজ্যোতি অন্য একটি অডিয়ো ক্লিপ টুইট করে দাবি করেছিলেন, স্কুলে চাকরি জন্য টাকার ব্যাপারে বিধায়ককে ফোনে কথাবার্তা বলতে শোনা যাচ্ছে। দমকল মন্ত্রী অভিযোগ অস্বীকার করে জানান, দমকলে চাকরি হয় পিএসসি পরীক্ষার মাধ্যমে।