রাজ্যের চার পুরসভা নির্বাচনেই (Municipal elections) গেরুয়া শিবিরের ভরাডুবি। ভোটগণনার রাতেই টুইটারে আক্রমণ বিজেপি নেতা তথাগত রায়ের (Tathagata Roy)। ট্যুইটারে তিনি লেখেন, আজকের পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনে বিপর্যয় একই সঙ্গে প্রত্যাশিত ও অস্বাভাবিক। প্রত্যাশিত, কারণ দলের ছন্নছাড়া অবস্থা। অস্বাভাবিক, কারণ সরকারি দলের তরফে পর্বতপ্রমাণ গুন্ডামি ও কারচুপি ছাড়া এরকম ফল হতে পারে না।"
৪ পুরসভার ২২৬টি ওয়ার্ডের মধ্যে ১৯৮টিতেই ঘাসফুল ঝড়। বিধাননগর, আসানসোল, চন্দননগর, শিলিগুড়ি, চার পুরসভাতেই বিপুল ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস। শিলিগুড়ি, আসানসোলে বিজেপি দ্বিতীয় স্থানে থাকলেও ওয়ার্ড ভিত্তিক জয়ে গেরুয়া শিবিরের জেতা ওয়ার্ড হাতে গোনা কয়েকটি মাত্র।
Suvendu Adhikari: পুলওয়ামা দিবসে আশুতোষ কলেজে গিয়ে নজিরবিহীন বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী
ভোট শতাংশের হিসেবেও বিধাননগর (৮%), চন্দননগরে তৃতীয় স্থানে (১০ %) বিজেপি।