উত্তরবঙ্গের চায়ের শহর শিলিগুড়ি। রোদে দাঁড়িয়ে চা বাগানের নির্জনতা এবং সৌন্দর্য অনুভব করতে দূরদূরান্ত থেকে উত্তরবঙ্গে ছুটে আসেন পর্যটকরা। শহর থেকে মাত্র দেড় ঘণ্টার দূরত্বেই রয়েছে লোহাগড় নামের এক জনপদ। সেখানকার হোমস্টেতে একটি রাত কাটালে আর ফিরে আসতে ইচ্ছে করবে না তা হলফ করে বলাই যায়।
নকশালবাড়ি ব্লকে রয়েছে লোহাগড় ও টুকুরিয়াঝাড়, অপূর্ব নৈসর্গিক দৃশ্যে ঢাকা এই এলাকায় শিলিগুড়ি মহকুমা পরিষদ গড়ে তুলতে চলেছে টি ট্যুরিজম। চা বাগানেই থাকতে পারবেন পর্যটকরা। তাই চা বাগানে তৈরী হবে হোম স্টে।
Kolkata Rain Update : দুপুর হল 'সন্ধে', কালো মেঘে ঢাকল আকাশ, ঝেঁপে বৃষ্টি শহর কলকাতায়
এই এলাকায় ফি বছর অসংখ্য পর্যটকরা ভিড় জমান। কিন্তু পরিষেবা ও রক্ষণাবেক্ষণের অভাবে থাকার জায়গা পান না। এবার এই ঝামেলাও ঘুচবে। চা ট্যুরিজমের দৌলতে এই এলাকা পর্যটকদের বাসযোগ্য হয়ে উঠবে। ইতিমধ্যেই পর্যটন দফতরের সঙ্গে কথা বলে কাজে হাত দেওয়া হয়েছে।