নিয়োগ দুর্নীতিতে উত্তাল রাজ্যরাজনীতি। এর মধ্যেই চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে। ইতিমধ্যেই ওই স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পূর্ব মেদিনীপুরের কাঁথি থানার পুলিশ। ধৃত শিক্ষক দীপক জানা। শুক্রবার রাতে শ্বশুরবাড়ি থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, অভিযুক্ত কাঁথির দেশপ্রাণ ব্লকের বিচুনিয়া জগন্নাথ মন্দির বিদ্যাপীঠের ইংরেজির শিক্ষক। পেশায় শিক্ষক হলেও এলাকায় যথেষ্ট প্রভাবশালী তিনি। পুলিশ সূত্রের খবর, বেকার যুবক-যুবতীর চাকরি দেওয়ার নামে টাকা তুলতেন তিনি।
মেদিনীপুর ছাড়াও বিভিন্ন জেলার বেকার যুবক-যুবতীরা তাঁর পাতা ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত হয়েছেন। সম্প্রতি পাওয়া এক অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।