ঝাড়খন্ডে দুর্ঘটনার কবলে পড়লেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক এবং তাঁর স্ত্রী ও কন্যা। শনিবার বিকালে ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের রানীশ্বরের কাছে। ঘটনায় মৃত্যু হয়েছে অধ্যাপকের স্ত্রী ও কন্যার। তাঁদের নাম পুষ্পলতা জানা এবং সুপ্রীতি জানা। গুরুতর আহত অবস্থায় দুর্গাপুরের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন অধ্যাপক শান্তনু জানা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ড থেকে স্বপরিবারে ফিরছিলেন ওই অধ্যাপক। সেসময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পোলে ধাক্কা মারে। সেখান থেকে উদ্ধার করে বোলপুরে পাঠানো হয় আহতদের। ভর্তি করা হয় একটি হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা পুষ্পলতা জানা এবং সুপ্রীতি জানাকে মৃত বলে ঘোষণা করা হয়। এবং দুর্গাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে অধ্যাপক সুপ্রীতি জানাকে।
স্বপরিবারে ওই অধ্যাপক ঝাড়খণ্ডের কোথায় গিয়েছিলেন তা জানা যায়নি। এদিকে প্রবল ধাক্কায় গাড়ির সামনের অংশ পুরোপুরি ভেঙে গিয়েছে।