কাউন্সেলিং এবং দ্রুত নিয়োগের দাবিতে সোমবার SSC ভবন অভিযান করলেন উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীরা। এই কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার চেহারা নিল সল্টলেকের করুণাময়ী এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। আটক করা হয় বেশ কিছু বিক্ষোভকারীকে।
২০১৬ সালের আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেখানে ১৪ হাজার ৩৩৯টি শূন্যপদ ছিল। ওই পদগুলিতে নিয়োগের জন্য পরীক্ষা এবং ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল আগেই।
আবেদনকারীদের অভিযোগ ছিল, ১৪ হাজার ৩৩৯ টি শূন্যপদের কথা জানানো হলেও মেধাতালিকা প্রকাশের সময় দেখা যায় ১৪ হাজার ৫২ জনের নাম রয়েছে। এরপর মামলা দায়ের করেন চাকরিপ্রার্থীদের একাংশ।
২০২১ সালে মামলাটির শুনানিতে হাইকোর্টে SSC জানায়, OMR শিটগুলি পুনরায় মূল্যায়ন করা হয়েছে। এবং বিভিন্ন ত্রুটি থাকার কারণে ১ হাজার ৪৬৩ জনকে বাদ দেওয়া হয়েছে। যদিও চলতি বছরের ২৮ অগাস্ট কলকাতা হাইকোর্ট জানায়, যে ১ হাজার ৪৬৩ জনকে বাদ দেওয়া হয়েছে তাঁদের ফের নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হোক। আদালত জানিয়েছিল, ইন্টারভিউ, কাউন্সেলিং প্রক্রিয়া আগেই সম্পন্ন হয়েছিল। সেই কারণে OMR শিট পুনরায় মূল্যায়ন করে বাদ দেওয়ার সিদ্ধান্ত সঠিক নয়।
এছাড়াও আদালত নির্দেশ দেয়, আগামী চার সপ্তাহের মধ্যে কাউন্সেলিংয়ের কাজ সম্পন্ন করতে হবে। এবং SSC-যাতে দ্রুত নিয়োগপত্র দেয় তারও নির্দেশ দেয় আদালত।
আদালতের নির্দেশের পর চার সপ্তাহ কেটে গেলেও কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি, এই অভিযোগে সোমবার SSC ভবন অভিযান করলেন ২০১৬ সালের আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা। লক্ষ্মীপুজো এবং কালীপুজোর মাঝে সেকেন্ড ও থার্ড কাউন্সেলিং শেষ করার দাবি তোলেন তাঁরা।