স্কুলে প্রবেশের ক্ষেত্রে নয়া নিয়ম জারি করতে চলেছে রাজ্য সরকার। বর্তমান সময়ের থেকে আরও ১০ মিনিট আগে ঢুকতে হবে শিক্ষকদের। এবং সেই নিয়ম না মানা হলে 'লেট' বলে গণ্য করা হবে। শুক্রবার নতুন শিক্ষাবর্ষের ক্যালেন্ডার প্রকাশ করে একথা জানাল মধ্যশিক্ষা পর্ষদ।
এতদিন সকাল ১০টা ৫০ মিনিটে স্কুলে ঢুকতে হত শিক্ষকদের। কিন্তু নতুন শিক্ষাবর্ষে ১০টা ৪০ এর মধ্যেই ঢুকে পড়তে হবে স্কুলে। এবং ১১টা ১৫-র পর ঢুকলে অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে।
নয়া নির্দেশিকায় জানানো হয়েছে, শিক্ষকদের জন্য যে রুটিন বা ডিউটি রস্টার তৈরি করে স্কুল তা মধ্যশিক্ষা পর্ষদকে পাঠাতে হবে। এমনকি না জানিয়ে হঠাৎ করে ছুটি নেওয়া যাবে না। এর পাশাপাশি স্কুল চলাকালীন না জানিয়ে স্কুল থেকে বের হলে শাস্তির মুখে পড়তে হতে পারে শিক্ষকদের।