ডিএ র দাবিতে ধর্মঘটে যোগ দিয়েছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। সেই কারণেই স্কুল তালাবন্ধ করে রাখার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বেলডাংরা প্রাথমিক বিদ্যালয়ে।
জানা গিয়েছে, ডিএ-র দাবিতে শুক্রবার স্কুলের পাঁচ জন শিক্ষক শিক্ষিকা যোগ দিয়েছিলেন ধর্মঘটে। তার জেরে আজ সকাল থেকে স্কুল তালাবন্ধ করে রাখে গ্রামবাসীরা। যে কারণে তাঁরা স্কুলের বাইরেই ক্লাস করাতে বাধ্য হন। পরে স্থানীয়রা স্কুল খুলে দিলে স্বাভাবিক হয় পঠন পাঠন।
আরও পড়ুন - বিধানসভায় গেলেন না নওশাদ, ডিএ ইস্যুতে সরকারী কর্মচারীদের ধর্মঘটকে সমর্থন বিধায়কের
স্থানীয়দের দাবি, শিক্ষক শিক্ষিকারা ধর্মঘটে যোগ দেবেন তা পড়ুয়া ও অভিভাবকদের আগাম জানানো হয়নি। যার জেরে শুক্রবার স্কুলে এসে ফিরে যেতে হয় পড়ুয়াদের। মিড ডে মিলও দেওয়া হয়নি। এই ক্ষোভেই গ্রামবাসীরা স্কুলে তালা দিয়েছিলেন। যদিও স্কুলের প্রধান শিক্ষিকার দাবি, অভিভাবকদের আগাম জানানো হয়েছিল।