দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি ২০ ম্যাচ খেলতে গিয়ে চোট পেলেন সূর্যকুমার যাদব। ফলে ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়েন তিনি। তাঁর পরিবর্তে ম্যাচের বাকি অংশ নেতৃত্ব দেন রবীন্দ্র জাদেজা।
বৃহস্পতিবারের ওই ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে ভারত। সেঞ্চুরি করেন সূর্যকুমার যাদব। কিন্তু ফিল্ডিং করার সময় রেজা হেনড্রিক্সের মারা একটি বল ধরতে গিয়ে পা মচকে যায় তাঁর। দ্রুত তাঁকে মাঠ থেকে বের করে চিকিৎসা শুরু করা হয়। যদিও ম্যাচ শেষে ভারত অধিনায়ক জানিয়েছেন, ভালো আছেন তিনি। অনেকটাই সুস্থ।
চলতি বছরের একদিনের বিশ্বকাপে চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। যদিও সেই চোট সারিয়ে এখনও মাঠে নামতে পারেননি তিনি। এরই মাঝে সূর্যকুমারের চোট নিয়ে চিন্তায় টিম ইন্ডিয়া শিবির। আপাতত তিনি বিশ্রামে যেতে পারেন।