ভারত বনাম অস্ট্রেলিয়ার বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টের প্রথম দিনে দুর্দান্ত পারফর্ম্যান্স করেছেন রবীন্দ্র জাদেজা। ৪৭ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি৷ কার্যত একার হাতে ভেঙেছেন অজিদের প্রথম ইনিংস। কিন্তু তাঁকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
বল করার সময় জাদেজাকে মলম দিতে দেখা গিয়েছে মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজকে। সেই মলম আঙুলে লাগিয়েছেন জাদেজা। যদিও অজিদের টিম ম্যানেজমেন্ট এনিয়ে কোনও অভিযোগ করেনি৷ কিন্তু সেদেশের মিডিয়ার একাংশ প্রশ্ন তুলেছেন জাদেজা আঙুলে কী লাগাচ্ছিলেন তা নিয়ে৷ এই বিষয়ে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের কাছে ভিডিও জমা দিয়েছে ভারতীয় দল। সংবাদ সংস্থা পিটিআই-কে ভারতীয় টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, আঙুলে যন্ত্রণা রয়েছে জাদেজা৷ তিনি সেই যন্ত্রণা কমানোর মলম লাগাচ্ছিলেন।
থুতু দিয়ে বল পালিশ করার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আইসিসি৷ এখন বোলাররা ঘাম দিয়ে বল পালিশ করেন। ভারতীয় বোলাররা কি অন্য কিছু ব্যবহার করছেন? এমনই সংশয় ব্যক্ত করেছে কিছু অজি মিডিয়া।