ফের উত্তর ২৪ পরগনায় (North 24 Parganas) ভরদুপুরে গুলি। বারাকপুর, হাবড়ার পর এবার বনগাঁর (Bangaon) ঠাকুরনগর। রবিবার দুপুরে শুটআউটে (Shootout) জখম এক নাবালক। এই ঘটনায় তারই তিন বন্ধুকে আটক করেছে পুলিশ। কী কারণে গুলি চলল, তদন্তে নেমেছে গাইঘাটা থানা(Gaighata Police Station)।
রবিবার দুপুরে ঠাকুরনগরের(Shootout in Thakurnagar) চিকনপাড়া এলাকায় আচমকাই গুলি চলে। সেই গুলি লাগে নাবালকের তলপেটে। জানা যায়, জখম ওই নাবালকের নাম বিদ্যুৎ ব্যাপারী। বয়স ১৭ বছর। তাকে দ্রুত উদ্ধার করে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থা অবনতির কারণে বিদ্যুৎকে কলকাতায়(Kolkata) স্থানান্তরিত করা হয়।
আরও পড়ুন- Nepal plane crashed: নেপালে ৪ ভারতীয় সহ ২২ যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান
এই ঘটনায় ইতিমধ্যে নাবালকের তিন বন্ধুকে আটক করেছে পুলিশ(Gaighata Police Station)। সূত্রের খবর, ওই কিশোররা আগ্নেয়াস্ত্র নিয়ে খেলছিল। সেই সময় অসাবধানতাবশত গুলি চলে যায়। এর পিছনে অন্য কোনও কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে গাইঘাটা থানার পুলিশ। শুটআউটের(Thakurnagar Shootout) পিছনে রাজনৈতিক কারণ রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। ভরদুপুরে গুলি চলার ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।