পল্লবীর (Pallavi Dey's Death Mystry) বাবা-মার অভিযোগের ভিত্তিতে গড়ফা থানায় সোমবার রাতভর সাগ্নিককে (Sagnik Chakraborty) জিজ্ঞাসাবাদ করল পুলিশ । সোমবার মাঝরাত পর্যন্ত থানায় উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের ডিসি পদমর্যাদার আধিকারিক অতুল ভি । পুলিশ সূত্রে খবর, সম্প্রতি পল্লবী ও সাগ্নিক যৌথভাবে কিছু সম্পত্তি কিনেছিলেন । সেইসমস্ত আর্থিক লেনদেনের বিষয়েও সাগ্নিককে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা ।
উল্লেখ্য, সোমবারই গড়ফা থানায় পল্লবীর (Tele Actress Death in Garfa) লিভ-ইন-পার্টনার সাগ্নিক ও বান্ধবী ঐন্দ্রিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অভিনেত্রীর বাবা-মা । খুনের পাশাপাশি প্রতারণার অভিযোগেও এফআইআর দায়ের করা হয় । সেই অভিযোগের ভিত্তিতে সাগ্নিককে রাতভর জেরা করেন পুলিশ আধিকারিকরা । সাগ্নিককে নিয়ে যেসব প্রশ্ন উঠছে, সেই বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হয় অভিযুক্তকে ।
আরও পড়ুন, Tele Actress Death in Garfa : প্রয়াত পল্লবীর ফোন থেকে নয়া তথ্য, ফ্ল্যাট থেকে উদ্ধার নেশার সামগ্রী
অন্যদিকে, ঐন্দ্রিলা তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন । এক সংবাদমাধ্যমকে ঐন্দ্রিলা মুখোপাধ্যায় জানিয়েছেন, তাঁর সঙ্গে সাগ্নিকের কোনও সম্পর্ক ছিল না । পল্লবী ও সাগ্নিক দুজনেই তাঁর খুব ভাল বন্ধু । পল্লবীদের ফ্ল্যাটেও মাত্র একবারই গিয়েছিলেন, তাও আবার পল্লবীর উপস্থিতিতেই । এছাড়া, ঘটনার দিন ঐন্দ্রিলা এমআর বাঙুর হাসপাতালে ছিলেন বলে জানান ।
টেলিভিশন অভিনেত্রী পল্লবী দে-র মৃত্যুর ঘটনায় পরতে পরতে রহস্য লুকিয়ে রয়েছে । পল্লবীর লিভ-ইন পার্টনার সাগ্নিকের বিয়ে, প্রেম, লিভ-ইন, একাধিক সম্পর্ক থেকে দুজনের মধ্যে আর্থিক বিষয়ে ঝামেলা--- এধরনের একের পর এক তথ্য সামনে আসছে । এদিকে, সোমবার রাতেই আরও একটি নতুন তথ্য উঠে আসে । পুলিশ সূত্রে খবর, পল্লবীর গড়ফার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে হুক্কা, গাঁজা-সহ নেশার সামগ্রী ।
তদন্তকারীদের একটি সূত্রে দাবি করা হয়েছে, প্রয়াত অভিনেত্রীর ফোনও পরীক্ষা করা হয়েছে । তাতে দেখা গিয়েছে পরিচারিকাকেই শেষবার ফোন করেছিলেন পল্লবী । সেক্ষেত্রে প্রয়োজন পড়লে পল্লবীর পরিচারিকাকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে । কারণ, ইতিমধ্যেই পল্লবীর এক আত্মীয় দাবি করেছেন, পল্লবী ও সাগ্নিকের মধ্যে যে সম্পর্কের অবনতি হয়েছিল, তা তিনি জানতে পেরেছেন এই পরিচারিকা মারফৎ । কারণ পল্লবীর বাড়িতে কাজের লোক তিনিই ঠিক করে দিয়েছিলেন । এই পরিচারিকাই তাঁকে সাগ্নিক ও পল্লবীর মধ্যে ঝামেলার বিষয়ে জানিয়েছিলেন ।