সোমবার সাগ্নিকের (Sagnik Chakraborty) বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের, রাতভর জেরা । মঙ্গলবারই গ্রেফতার হয় পল্লবীর Television Actress Death in Garfa) লিভ-ইন পার্টনার । এবার সাগ্নিকের বিরুদ্ধে খুনের মামলা (Murder Case) রুজু করল পুলিশ । পুলিশ সূত্রে খবর, সাগ্নিকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০, ৪০৬, ৪০৩, ৩৪১, ৩২৩, ৩০২ এবং ১২০(বি) ধারায় এফআইআর দায়ের করা হয়েছে । এর মধ্যে খুন, জালিয়াতি, অপরাধমূলক ষড়যন্ত্র, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ-সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ।
সোমবার গড়ফা থানায় গিয়ে সাগ্নিক ও ঐন্দ্রিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পল্লবীর বাবা-মা । এরপর ওইদিন রাতভর সাগ্নিককে জিজ্ঞাসাবাদ করা হয় । সেখানে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক অতুল ভি । সাগ্নিককে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আর্থিক লেনদেনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় । সূত্রের খবর, সাগ্নিকের কথায় বেশ কিছু অসঙ্গতি পাওয়া যায় । তারপরই মঙ্গলবার বিকেলে তাকে গ্রেফতার করা হয় ।
আরও পড়ুন, Television Actress Death in Garfa: পল্লবীর জন্যই বিয়ে ভেঙ্গেছিল তাঁদের, বিস্ফোরক অভিযোগ সুকন্যার
পল্লবীর মৃত্যুতে প্রথম থেকেই আত্মহত্যার তত্ত্ব খারিজ করে এসেছে দে পরিবার । তাঁদের অভিযোগ, পল্লবীকে খুন করা হয়েছে । পল্লবীর বাবার দাবি, সাগ্নিককে (Sagnik Chakraborty) দামী দামী উপহার দিতেন পল্লবী । পল্লবী তাকে ২২ লাখ টাকা দিয়েছিলেন । শুধু তাই নয়, বাবার দাবি, সাগ্নিকের জন্মদিনে দেড় লাখ টাকার ল্যাপটপ উপহার দিয়েছিলেন পল্লবী । এ ছাড়া লাখ টাকা দিয়ে মোবাইল ফোন কিনে দিয়েছিলেন । তাঁর বাবার কথায়, মেয়ে সাগ্নিককে খুবই ভালবাসত । তাঁর অভিযোগ, তারপরেও সেই সাগ্নিকই খুন করল তাঁর মেয়েকে । শুধু সাগ্নিক নয়, ঐন্দ্রিলাও (Oindrila Mukherjee) এর মধ্যে জড়িয়ে রয়েছে বলে অভিযোগ অভিনেত্রীর বাবার ।