চৈত্রের দাবদাহে পুড়ছে গোটা বঙ্গ। বৈশাখের প্রথম দিনেও রেহাই পাবে না বঙ্গবাসী। বৈশাখের প্রথম দিন থেকে আরও বাড়বে তাপমাত্রা। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, বৈশাখের প্রথম দিন কলকাতা-সহ গোটা রাজ্যে তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে ৪০ ডিগ্রির গণ্ডি। এমনকি আগামী শনিবার ১৫ এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখের দিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪১ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের সাত জেলায় গ্রীষ্মের প্রখর তাপের প্রভাব পড়তে চলেছে। যা বৃহস্পতিবার থেকেই শুরু হতে পারে। কলকাতার ক্ষেত্রে তাপপ্রবাহ শুরু হতে পারে শুক্রবার থেকে। প্রতিটি জেলায় এই তাপ চলবে আগামী ১৭ এপ্রিল পর্যন্ত।
আলিপুরের এই পূর্বাভাসের আগেই অবশ্য এদিন দীর্ঘ নির্দেশিকা জারি করা হয়েছে নবান্ন থেকে। ওই নির্দেশিকায় জানান হয়েছে, বাইরের কাজ দুপুরে মধ্যেই শেষ করতে হবে। ব্যবহার করতে হবে ছাতা। বিশেষ করে সুতির জামাকাপড় পরে রাস্তায় যেতে হবে। চোদ চশমা, ব্যাগে জল রাখতেই হবে। বেশি করে নুন-চিনির জল খেতেও পরামর্শ দিয়েছে নবান্ন।