পথ দুর্ঘটনার জেরে উত্তপ্ত হয়ে উঠল মালদার জিয়াগাছি বাইপাস এলাকা। দুর্ঘটনার পরেই ওই এলাকায় জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। সেই অবরোধ তুলতে গেলে বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে। স্থানীয় বাসিন্দারা আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে জিয়াগাছি বাইপাসে দাঁড়িয়েছিল একটি ডাম্পার। আর সেই সময়ই পিছন থেকে একটি লরি সজোরে ধাক্কা মারে। ওই লরিতে করে স্থানীয় একটি ইটভাটায় NTPC-র ছাই নিয়ে যাওয়া হচ্ছিল। ধাক্কার অভিঘাত এতটাই বেশি ছিল যে লরির সামনের অংশ পুরো দুমড়ে যায়। তার ফলে লরির চালক এবং খালাসি ভিতরে আটকে পড়েন।
প্রথমে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগান। চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। যদিও কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। অন্যদিকে প্রায় ঘণ্টাখানেক পর পুলিশ ও দমকলের সহযোগিতায় খালাসিকে উদ্ধার করা সম্ভব হয়। বর্তমানে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
এরপরেই পুলিশি নিষ্ক্রিয়তার আভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। সামসি-চাঁচল জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা। আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। এর জেরে যানজট তৈরি হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে বিক্ষোভস্থলে পুলিশ পৌঁছয়। অভিযোগ, সেই সময় তাঁদেরকে ধাক্কাধাক্কিও করতে থাকেন উত্তেজিত জনতা। পরে প্রচুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।