RG কর কাণ্ডে মূল অভিযুক্তের গ্রেফতার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে জেলাশাসকের অফিস ঘেরাও অভিযানের ডাক দিয়েছে BJP। কলকাতা সহ বিভিন্ন জেলায় জেলায় এই অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়।
বর্ধমানের জেলা শাসকের দফতর অভিযানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কার্জন গেটের কাছে বাঁশ ও ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের আটকে দেওয়া হয়। তারপরেও জেলাশাসকের দফতর যাওয়ার জন্য পুলিশের সঙ্গে বচসা শুরু হয়। অবশেষে কয়েকজন BJP নেতা ও কর্মীকে ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হয়।
BJP-র এই কর্মসূচিকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড তৈরি হয়েছিল শিলিগুলিতে। সেখানেও ব্যারিকেড করা হয়েছিল। যদিও ব্যারিকেড ভেঙে জেলা শাসকের অফিসে ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। তাঁদের আটকে দেওয়া হয়।
একই ছবি আলিপুরদুয়ারে। সেখানেও ব্যারিকেড ভেঙে জেলা শাসকের অফিসে ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। ব্যারিকেড ভেঙে ফেলা হলেও জেলা শাসকের অফিসে ঢুকতে পারেননি বিক্ষোভকারীরা। অন্যদিকে পরিস্থিতি সামাল দিতে জলকামান চালায় পুলিশ।
কোচবিহারে এই কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি হয়ে ওঠে উত্তপ্ত। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করা হয়। এবং BJP নেতা নিশীথ প্রমাণিককে গ্রেফতার করেছে পুলিশ। কলকাতার আলিপুরেও একই ছবি। সেখানেও অগ্নিমিত্রা পলের নেতৃত্বে মিছিল হয়।
অন্যদিকে সোমবারই লালবাজার অভিযানের ডাক দিয়েছে জুনিয়র ডাক্তাররা। কলেজ স্কয়্যার থেকে মিছিল শুরু হয়ে লালবাজার পর্যন্ত যাওয়ার কর্মসূচি রয়েছে। যদিও লালবাজারের অনেক আগেই ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে। প্রায় ৯ ফুট উচ্চতার রেলিং দেওয়া হয়েছে।