থানার পাশের একটি জমিতে নির্মাণে পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ। প্রতিবাদে মুর্শিদাবাদের ভরতপুরে থানাই ঘেরাও করে ফেলল শাসক তৃণমূল কংগ্রেস। সেইসঙ্গে থানা ওসির অবিলম্বে অপসারণ চাইলেন স্থানীয় বিধায়ক ও তৃণমূল নেতা হুমায়ূন কবীর। তৃণমূলের এই ঘেরাওকে কেন্দ্র করে শনিবার রাতে উত্তেজনা তৈরি হয় স্থানীয় ভরতপুর এলাকায়। পরে আরও বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
থানার পাশের একটি জমিতে নির্মাণের কাজকে কেন্দ্র করে এদিন পুলিশের সঙ্গে প্রথম বিবাদ হয় ভরতপুরের এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতির। পুলিশ নির্মাণকাজে বাধা দেওয়ায় থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হুমায়ুনও। এর পরেই থানার সামনে কান্দি-কাটোয়া রাজ্য সড়ক অবরোধ করেন শাসকদল। স্থানীয় বিধায়কের অভিযোগ, পয়সার বিনিময়ে ওসি কাজ করেন। সেই প্রমাণ তাঁদের কাছে আছে। তাঁদের দাবি, অবিলম্বে ওসি রাজু মুখোপাধ্যায়কে অপসারণ করতে হবে।
ঘটনার জেরে উত্তেজনা ঠেকাতে আরও বাহিনী পাঠানো হয়। মুর্শিদাবাদের পুলিশ সুপার কে রাজকুমার জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছিল। বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে ঘটনাস্থলে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।