ছাত্র মৃত্যুতে উত্তাল বিশ্বভারতী। বৃহস্পতিবার সন্ধে থেকে অসীম দাস নামে এক ছাত্রের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হয় বিদ্যুৎ চক্রবর্তীর বাড়ির মূল গেটে। অভিযোগ , এরপর উপাচার্যের বাসভবনের বাইরের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন বেশকিছু পড়ুয়া।
বৃহস্পতিবার উত্তর শিক্ষা সদন ছাত্রাবাস থেকে উদ্ধার হয় ওই ছাত্রের দেহ। কিন্তু এই রহস্যমৃত্যু নিয়ে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী কোনও বক্তব্য না রাখায় ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এর মধ্যেই মৃত ছাত্রের পরিবারের অভিযোগ, তাঁদের সঙ্গে দেখা পর্যন্ত করেননি উপচার্য। ক্ষোভের আগুনে ঘৃতাহুতি পড়ে। শুক্রবার রাতে এই ঘটনার প্রেক্ষিতে শববাহী গাড়ি নিয়ে উপাচার্যের বাসভবনের বাইরের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন বেশকিছু পড়ুয়া। বিক্ষোভরত পড়ুয়া এবং মৃত ছাত্রের পরিবারের বক্তব্য, যতক্ষণ না উপাচার্য এসে তাঁদের সঙ্গে দেখা করবেন, ততক্ষণ পর্যন্ত তাঁরা এই অবস্থান চালিয়ে যাবেন।
পরিবারের আরও অভিযোগ, এই রহস্যমৃত্যুকে প্রথম থেকেই আত্মহত্যা বলে দেখানোর চেষ্টা হয়। আত্মহত্যা নয়, তাঁদের ছেলেকে খুন করা হয়েছে বলেই দাবি মৃতের পরিবারের।
এদিকে লাগাতার বিক্ষোভের জেরে পুলিশি সহায়তা চেয়েছেন উপাচার্য। বিষয়টিতে দ্রুত পুলিশি হস্তক্ষেপের অনুরোধ করেন তিনি। এমনকি তাঁর প্রাণ সংশয়ের আশঙ্কাও রয়েছে বলে দাবি উপাচার্যের। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সেই বার্তা রাত ১০ টায় টুইটারে পোস্ট করেন রাজ্যপাল জগদীপ ধনখড়।