উপনির্বাচন ঘিরে উত্তেজনা বনগাঁয়। পুরভোটে ১৪ নং ওয়ার্ডে বুথের বাইরে তৃণমূল-বিজেপি সমর্থকদের মধ্যে অশান্তি বাধে। এরপরেই বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারকে নিগ্রহের অভিযোগ তোলে বিজেপি। বিধায়কের নিরাপত্তারক্ষী, কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানকে ধাক্কা দেওয়া হয় বলেও অভিযোগ। তৃণমূল অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।
জানা গিয়েছে, বনগাঁর ১৪নং ওয়ার্ডে উপনির্বাচনে কেশবলাল বিদ্যাপীঠে যান বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া। তাঁকে দেখামাত্রই চিৎকার জুড়ে দেন তৃণমূল কর্মীরা। অশোক দাবি করেন যে, তিনি ওই বুথেরই ভোটার। বুথের চারপাশে বহিরাগতরা রয়েছেন বলে অভিযোগ করে বিজেপি। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর ওই ওয়ার্ডের গান্ধীপল্লির একটি বুথে যান বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার। তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা। স্লোগান দেওয়া হয়। পাল্টা ‘চোর চোর’ স্লোগান দেন বিজেপি কর্মীরা। দু’পক্ষের মধ্যে হাতাহাতি বাধে। পুলিশ গিয়ে কোনওরকমে পরিস্থিতি সামাল দেয়।
আরও পড়ুন- Rabindranath Ghosh: 'চল থানায় চল’, কলার ধরে অ্যাড এজেন্সির দুই কর্মীকে থানায় নিয়ে গেলেন রবীন্দ্রনাথ