ফের টেট বিতর্ক। এবার ২০১৪ প্রাথমিক টেট দুর্নীতি(TET Scam 2017) মামলায় সিবিআই তদন্তের নির্দেশ। ২০১৭ সালে যে নিয়োগ তালিকা প্রকাশিত হয়েছিল এবং সেই মোতাবেক যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া হয়েছে তা বেআইনি, ঘোষণা হাইকোর্টের(Calcutta High Court)। সেই মর্মে ২৬৯ জনকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ হাইকোর্টের।
বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের(Justice Abhijit Ganguly) বেঞ্চ সোমবার জানায়, ২০১৭ সালে টেটের দ্বিতীয় নিয়োগ তালিকা বেআইনি। দ্বিতীয় নিয়োগ তালিকার ২৬৯ জনের নিয়োগকে বেআইনি ঘোষণা কলকাতা হাইকোর্টের। এ বিষয়ে সিবিআই তদন্তের(CBI Investigation) নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
উল্লেখ্য, সোমবার প্রাথমিক শিক্ষা পর্ষদ সচিব ও সভাপতিকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই-এর সামনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের(Calcutta High Court) তরফে।