ক্রমেই জোরালো হচ্ছে চাকরিপ্রার্থীদের আন্দোলন। মঙ্গলবার সকাল থেকেই নিয়োগের দাবিতে আমরণ অনশনে বসেন টেট পরিক্ষার্থীরা। এক চাকরিপ্রার্থীর কথায়, “মুখ্যমন্ত্রীও অনশন করে ক্ষমতায় এসেছেন, আমরা অরাজনৈতিক সংগঠন। আমরণ অনশন করব আমরা।” চাকরি না পেলে মৃত্যুবরণের হুঁশিয়ারি দিয়েছেন আরেক চাকরিপ্রার্থীও। অন্যদিকে, টেট উত্তীর্ণদের এই বিক্ষোভের পিছনে রাজনৈতিক ইন্ধনের অভিযোগ পর্ষদ সভাপতি গৌতম পালের।
মঙ্গলবার চাকরিপ্রার্থীদের পাশে এসে দাঁড়ান হাই-মাদ্রাসার শিক্ষকরাও। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর শিক্ষক জড়ো হন সল্টলেকে। রাজ্যের হবু শিক্ষকদের প্রতি সহমর্মিতা জানিয়ে তাঁদের দাবি, এমতবস্থায় তাঁরা হাত গুটিয়ে বসে থাকতে পারেন না। অন্যদিকে, চাকরিপ্রার্থীদের এই আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রী জানান, কোর্টের বিচারাধীন বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চান না।
আরও পড়ুন- TET Agitation: 'মরে যাব, তবুও আর আন্দোলন ছাড়ব না', মঙ্গলবার থেকে আমরণ অনশনে টেট চাকরিপ্রার্থীরা
টানা রোদে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। ইতিমধ্যেই ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলেই খবর। চাকরিপ্রার্থীদের দাবি, তাঁরা আট বছর ধরে বেকার। চাকরির দাবিতে রাস্তায় রাস্তায় দিন কাটছে তাঁদের। চাকরির বয়স পেরিয়ে গিয়েছে অনেকেরই।
সোমবার সারা রাত এপিসি ভবনের সামনের রাস্তা অবরোধ করে বসে থাকেন তাঁরা। পুলিশের পক্ষ থেকে বার বার মাইকিং করে ওই রাস্তা খালি করে দেওয়ার জন্য অনুরোধ করা হয়। কিন্তু তাতে কর্ণপাত করেননি চাকরিপ্রার্থীরা। তাঁরা জানিয়েছেন, নিয়োগ সংক্রান্ত নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত উঠবেন না। মঙ্গলবার সকাল থেকে সেই পথেই হাঁটলেন রাজ্যের হবু শিক্ষকরা।