টেট (TET) উত্তীর্ণদের আন্দোলনের পারদ ক্রমশ চড়ছে। সোমবার দিনভর সল্টলেকে বিক্ষোভ দেখালেন তাঁরা। রাত গড়ালেও সেই বিক্ষোভ থামেনি। সারা রাত এপিসি ভবনের সামনের রাস্তা অবরোধ করে বসে রইলেন তাঁরা। পুলিশের পক্ষ থেকে বার বার মাইকিং করে ওই রাস্তা খালি করে দেওয়ার জন্য অনুরোধ করা হয়। কিন্তু তাতে কর্ণপাত করেননি চাকরিপ্রার্থীরা। তাঁরা জানিয়েছেন, নিয়োগ সংক্রান্ত নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত উঠবেন না। সারারাত ঘটনাস্থলে ছিল পুলিশ। উল্লেখ্য, এপিসি ভবনের সামনের ওই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজও অবস্থান বজায় থাকলে যানজট হতে পারে। অনমনীয় চাকরিপ্রার্থীদের আন্দোলন সামলাতে পুলিশ কী করে সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
সাম্প্রতিক কালে সল্টলেকে বার বার বিক্ষোভ দেখিয়েছেন চাকরিপ্রার্থীরা। কিন্তু দীর্ঘক্ষণ অবস্থান করতে দেয়নি পুলিশ। সেমবারও শুরুতে ছবিটা তেমন ছিল। ২০১৪ সালের ‘নট ইনক্লুডেড’ টেট উত্তীর্ণদের আন্দোলনের শুরুতে ধরপাকড় করছিল পুলিশ৷ কিন্তু বেলা বাড়তেই শ'য়ে শ'য়ে চাকরিপ্রার্থী এলাকার দখল নিয়ে নেন। তখন রীতিমতো 'সংযত' আচরণ করে পুলিশ।
বিকেল ৫টার পর আন্দোলনের পারদ চড়তে থাকে। করুণাময়ী মেট্রো স্টেশনের সামনে থেকে এপিসি ভবনের সামনে চলে আসেন আন্দোলনকারীরা। স্লেগান, গান, কবিতার পাশাপাশি চলে মোবাইলের ফ্লাশ জ্বালিয়ে প্রতিবাদ।