২০২২ সালে টেট পরীক্ষার ফল ঘোষণার পরই নতুন ঘোষণা পর্ষদ সভাপতি গৌতম পালের (Goutam Paul)। তিনি জানান, ২০২৩ সালে ফের টেট পরীক্ষা হতে পারে। তাঁরা চান, বছরে ২টি করে টেট (TET 2023) হোক। কিন্তু সেই সিদ্ধান্ত শুধুমাত্র পর্ষদের হাতে নেই। তবে পর্ষদ সভাপতি জানিয়েছেন, পরীক্ষা হবে প্রক্রিয়া মেনেই।
শুক্রবার টেট ২০২২-এর ফল প্রকাশ করেন গৌতম পাল। হাই কোর্টের নির্দেশের পর ২০২২ সালে টেট পরীক্ষার আয়োজন করে পর্ষদ। প্রায় ৬ লক্ষ ২০ হাজার পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন দেড় লক্ষের বেশি পরীক্ষার্থী। টেট উত্তীর্ণদের সঙ্গেই এই পরীক্ষার্থীরা এবার জুড়লেন। পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন, ২০২৩-এর শেষ দিকে এই পরীক্ষা হবে। তবে নির্দিষ্ট কোনও দিন জানাননি তিনি।
আরও পড়ুন: প্রশ্ন ভুলে মিলবে বাড়তি ৪ নম্বর, পর্ষদ সভাপতির ঘোষণায় খুশি টেট পরীক্ষার্থীরা
শুক্রবার প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি বলেন, "টেট পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দফতররে কাছে প্রস্তাব দিতে হয়। পরীক্ষা পর্ষদ নেয়। প্রশাসনিক পরিকাঠামো দেয় সরকার। অ্যাড-হক কমিটি ও শিক্ষা দফতরের প্রস্তাব দেওয়ার পর তারিখ ঘোষণা করা হবে।"