কিছুদিনের মধ্যেই প্রকাশিত হতে চলেছে প্রাথমিকে নিয়োগের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা TET-এর ফল। এই প্রথম এত তাড়াতাড়ি ফলপ্রকাশ হবে টেটের। শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির তদন্তের মধ্যেই প্রকাশিত হবে টেটের ফল।
২০২২ সালের ১১ ডিসেম্বর টেট পরীক্ষা হয় রাজ্যে। পরীক্ষা দেন প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী। বৃহস্পতিবার সেই টেটের চূড়ান্ত উত্তরপত্র বা আনসার কি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবার কিছুদিনের মধ্যেই হবে ফলপ্রকাশ।
শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্ত নিয়ে উত্তাল রাজ্য। গত বছরের ২২ জুলাই গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে৷ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করা হয় ১১ সেপ্টেম্বর৷ এরপর ডিসেম্বর মাসে হয় টেট পরীক্ষা। তারপর গত মাসে গত মাসে এই কাণ্ডে গ্রেফতার হয়েছেন হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। তাঁর ফ্ল্যাট থেকে টেটের ১৮৯টি উত্তরপত্রের প্রতিলিপি এবং অ্যাডমিট কার্ড উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।
পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন, প্রত্যেক পরীক্ষার্থীকেই উত্তরপত্রের একটি প্রতিলিপি দেওয়া হয়েছিল। যাতে তাঁরা ফলপ্রকাশের পর উত্তরপত্রটি ফলের সঙ্গে মিলিয়ে নিতে পারেন। সেই প্রতিলিপি যদি কোনও পরীক্ষার্থী কারও হাতে তুলে দেন, তার দায় পর্ষদের নয়।