পর্ষদের কাছে দেওয়া তথ্যে কোনও ভুল থাকলে সংশোধনের সুযোগ পাবেন প্রাইমারি টেট পরীক্ষায় উত্তীর্ণরা। বুধবার বিজ্ঞপ্তি জারি করে তা জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ।
২০১৪ এবং ২০১৭ সালের টেট উত্তীর্ণদের নিয়োগ পর্ব শুরু হয়ে গিয়েছে। সেই প্রক্রিয়া চলাকালীন পর্ষদকে দেওয়া তথ্যে যদি কোনও ভুলভ্রান্তি থাকলে বুধবার রাত ৮টা থেকে রবিবার রাত ১২টা পর্যন্ত ভ্রম সংশোধন করতে পারবেন তাঁরা।
পর্ষদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রাইমারিতে নিয়োগের অনলাইন পোর্টালের ‘এডিট’ অপশনে ক্লিক করলেই নির্দিষ্ট তথ্য সংশোধন করে সঠিক তথ্য দেওয়া যাবে।