'আমরা কি চোর?', কেন মাঝরাতে তুলে দেওয়া হল শান্তিপূর্ণ আন্দোলন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই মহিলা, সেখানে রাতের অন্ধকারে কীভাবে মহিলা চাকরিপ্রার্থীদের এভাবে জোর করে তুলে দেওয়া হয়, প্রশাসনের প্রতি এইরকম একরাশ ক্ষোভ ধেয়ে আসছে সল্টলেকে ধর্নায় বসা টেট আন্দোলনকারীদের তরফে। রাগে-ক্ষোভে ফেটে পড়ে রাজ্য সরকারকে তীব্র ব্যঙ্গের সুরে কেউ কেউ বললেন, 'আমাদের ন্যায্য চাকরি ঘুষের টাকায় বিক্রি করে দিয়ে পুলিশ দিয়ে জোর করে মধ্যরাতে তুলে দিচ্ছে আমাদের।'
বৃহস্পতিবার মাঝ্রাতের পর বলপ্রয়োগ করে সল্টলেক করুণাময়ী এলাকা থেকে টেট (TET) উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের সরিয়ে দিল পুলিশ। মাঝরাতে রীতিমতো চ্যাংদোলা করে আন্দোলনকারীদের সরানো হল। পুলিশের এমন আচরণের প্রতিবাদে সরব হয়েছেন বিরোধী বাম এবং বিজেপি নেতারা।
Cyclone Sitrang update: দীপাবলিতে ঘূর্ণিঝড় সিত্রাং-এর আশঙ্কা, সরকারি কর্মীদের ছুটি বাতিল করল নবান্ন
সাড়ে ১২টার পর দ্রুত উত্তেজনা তুঙ্গে ওঠে। মাত্র মিনিট কুড়ির মধ্যে টেনে হিঁচড়ে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হয়। রাত১২টা ১৬ মিনিটে চাকরিপ্রার্থীদের অনশন মঞ্চটিকে বেআইনি ঘোষণা করা হয় পুলিশের পক্ষ থেকে। এরপর ১২টা ৩৬ মিনিট নাগাদ পুরো ফাঁকা করে দেওয়া হয় গোটা এলাকা। ফ্লেক্স, পোস্টার সরিয়ে দেওয়া হয়। মিনিট কুড়ির পুলিশি হস্তক্ষেপে শেষ হয়ে যায় ৮৪ ঘণ্টার আন্দোলন। তার আগে আন্দোলনকারীদের সঙ্গে ব্যপক ধস্তাধস্তি হয় পুলিশের। বহুজনকে আটক করা হয়।