প্রাথমিক এবার নিয়োগ প্রক্রিয়া শুরু করল পর্ষদ। মেধাতালিকা অনুযায়ী নিয়োগপত্র দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক জেলা প্রাথমিক শিক্ষা সংসদকে। প্রাথমিক শিক্ষা পর্ষদ নির্দেশ দিয়েছে ৯,৫৩৩ জনকে জেলাভিত্তিক নিয়োগ করতে হবে।
আইনি জট থেকে বাঁচতে নিয়োগপত্রে সুপ্রিম কোর্টের নির্দেশের কথাও উল্লেখ করতে হবে বলে জানিয়েছে পর্ষদ। ২০১৭ সালের ৯ অক্টোবর টেটের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ২০২১ সালের জানুয়ারিতে পরীক্ষা হয়। ২০২২ সালে ১০ জানুয়ারি ফল প্রকাশ হয়।
সেই বছরই অক্টোবরে ফের শূন্যপদের বিজ্ঞপ্তি দেওয়া হয়। ওই নিয়োগের প্যানেল নিয়ে আইনি জটিলতা তৈরি হয়। সুপ্রিম কোর্ট পর্যন্ত তা গড়ায়। ২০২৪ সালের জানুয়ারি সুপ্রিম কোর্টের নির্দেশে ৯,৫৩৩ জনের মেধাতালিকা প্রকাশ করা হয়। তাঁদেরই নিয়োগপত্র দেবে পর্ষদ।