শুক্রবার প্রাথমিক টেটের ফল প্রকাশ হয়েছে। প্রথম হয়েছেন বর্ধমানের ইনা সিংহ (Ina Singha)। সম্পূর্ণ মেধাতালিকা সামনে এসেছে। প্রথম দশে কারা আছেন! অফিশিয়াল ওয়েবসাইটে দেখা যাবে টেটের ফল (TET Results 2022)। ওয়েবসাইটটি হল www.wbbpe.org।
প্রথম স্থানাধিকারী ইনা সিংহের প্রাপ্ত নম্বর ১৫০-এর মধ্যে ১৩৩। মেধাতালিকা থেকে জানা গিয়েছে, ১৩২ নম্বর পেয়েছে দ্বিতীয় হয়েছেন চারজন মহিলা পরীক্ষার্থী। মৌনিশা কুন্ডু, মেঘনা চক্রবর্তী, দীপিকা রায় ও অদিতি মজুমদার। তৃতীয় স্থানাধিকারিও ৪ জন। ১৩১ নম্বর পেয়ে তালিকায় আছেন মেহদি হাসান, বিকাশ ভক্ত, মনামি অধিকারী, প্রহ্লাদ মন্ডল। এক থেকে প্রথম দশের মধ্যে আছেন ১৭৭ জন।
আরও পড়ুন: 'আদালতের নির্দেশে কোনও মন্তব্য নয়', ১৯১১ জনের চাকরি বাতিল নিয়ে জানালেন ব্রাত্য বসু
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বের প্রাথমিক টেট পরীক্ষা নেওয়া হয়েছিল। শুক্রবার ৬ লক্ষ ২০ হাজার পরীক্ষার্থীর ফল ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ৫ বছর পর রাজ্যে টেট পরীক্ষার আয়োজন করে রাজ্য।