আর দেরি নয়। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই হবে টেট। সোমবার জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গত শুক্রবার প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্য়াড-হক কমিটির বৈঠকেই টেট নিয়ে সিদ্ধান্ত হয়েছিল। পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছিলেন পরীক্ষার দিন ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী। সময় নষ্ঠ না করে সোমবার ব্রাত্য বসু জানালেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে হবে টেট।
তবে দিন এখনও চূড়ান্ত হয়নি। বিদ্যাসাগরের জন্মদিবসের এক অনুষ্ঠানে এদিন যোগ দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। সেখানেই তিনি জানিয়েছেন, লিখিত পরীক্ষা হবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। এরআগে প্রাথমিক শিক্ষা পর্ষদের দায়িত্ব নিয়ে নতুন সভাপতি গৌতম পাল জানিয়ে ছিলেন, এই বছরই টেট হবে। তাতেই সিলমোহর দিলেন ব্রাত্য।
এরআগে গত শুক্রবার রাজ্য়ে আট বছর পর টেট হওয়ার কথা জানিয়েছিলেন গৌতম পাল। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি দাবি করেছিলেন, স্বচ্ছভাবেই পরীক্ষা নেওয়া হবে। এবং নিয়োগের ক্ষেত্রে কোনও অনিয়ম বরদাস্ত করা হবে না।