আচমকাই পেট ফুলতে শুরু করেছিল বেহালার (Behala) বাসিন্দা ৬১ বছরের সুস্মিতা দাসের। হারিয়ে ফেলছিলেন হাঁটাচলার ক্ষমতা। ২ বছর ধরে বিভিন্ন চিকিৎসক দেখানো হয়। পরীক্ষা করা হয়। কিন্তু প্রথমে কিছুই ধরা পড়েনি।
পরে জানা গেল ওই মহিলার ওভারিতে ৪৬ কেজির টিউমার রয়েছে। সেটা নিয়েই এত দিন ধরে চলছিলেন তিনি। সোমবার ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে (Thakurpukur Cancer Hospital) অস্ত্রোপচার করা হয় ওই বৃদ্ধার। ২ ঘণ্টার অস্ত্রোপচারের পর সেই টিউমার বার করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।
আরও পড়ুন- বিদেশ থেকে আগত যাত্রী করোনা পসেটিভ, তড়িঘড়ি নিয়ে যাওয়া হল বেলেঘাটা হাসপাতালে
জানা গিয়েছে, পরিবারের সদস্যরা অনেক ঘুরে ওই মহিলাকে ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা প্রথমে ভেবেছিল, বৃদ্ধার ফুসফুসে ক্যানসার হয়েছে। কিন্তু পরীক্ষার করে জানা গিয়েছে, তাঁর ওভারিতে রয়েছে বিরাট বড় টিউমার। সোমবার ২ ঘণ্টা ধরে চলে অপারেশন। পেট কেটে উদ্ধার করা হয় ৪৬ কেজির টিউমার।