কলকাতায় শনিবার গুলি চালানোর ঘটনায় (Kolkata Shoot Out) অভিযুক্ত সিআইএসএফ জওয়ানের দাবি, তাঁকে কয়েক মাস ধরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হেনস্থা করছিল। তাই ‘বিরক্ত’ হয়ে গুলি চালিয়েছেন।
উল্লেখ্য, শনিবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ কলকাতায় ভারতীয় জাদুঘরের ভিতর আশুতোষ শতবার্ষিকী হলের সিআইএসএফ (CISF)-এর ক্যাম্পে হঠাত্ই সহকর্মীদের উপর AK-47 থেকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন হেড কনস্টেবল অক্ষয়কুমার মিশ্র। প্রায় ১৫ রাউন্ড গুলি চলে। তাঁর গুলিতে মৃত্যু হয় বাহিনীর এএসআই রঞ্জিতকুমার সারেঙ্গির। জখম হন সুবীর ঘোষ নামে বাহিনীর এক অ্যাসিন্ট্যান্ট কমান্ডান্ট। ঘটনার পরই এলাকায় ছুটে আসে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘিরে ফেলা হয় গোটা এলাকা। প্রায় দেড় ঘণ্টা পর রাত ৮টা নাগাদ অভিযুক্ত জওয়ান আত্মসমর্পণ করেন। তাঁকে গ্রেফতার করা হয়।
Partha Chatterjee:পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে মন্তব্যের জের, ‘বেলাগাম’ কুণালকে ‘সেন্সর’ তৃণমূলের
গ্রেফতারের পর পুলিশি জিজ্ঞাসাবাদে ওই জওয়ান অভিযোগ করেছেন, গত দুই-আড়াই মাস ধরে তিনি বাহিনীর ইন্সপেক্টরের হাতে হেনস্থার শিকার হচ্ছিলেন। তাই বিরক্ত হয়ে গুলি চালিয়েছেন। তবে তিনি কী ধরনের হেনস্থার শিকার হচ্ছিলেন সেই বিষয়ে বিশদে কিছু জানা যায়নি।