শনির সন্ধ্যায় কলকাতায় ভারতীয় জাদুঘরের সিআইএসএফ ক্যাম্পে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত জওয়ানকে আপাতত লালবাজারে সেন্ট্রাল লক আপে।
উল্লেখ্য, শনিবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ কলকাতায় ভারতীয় জাদুঘরের ভিতর আশুতোষ শতবার্ষিকী হলের সিআইএসএফ (CISF)-এর ক্যাম্পে হঠাত্ই সহকর্মীদের উপর AK-47 রাইফেল থেকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন হেড কনস্টেবল অক্ষয়কুমার মিশ্র। প্রায় ১৫ রাউন্ড গুলি চলে। তাঁর গুলিতে মৃত্যু হয় বাহিনীর এএসআই রঞ্জিতকুমার সারেঙ্গির। জখম হন সুবীর ঘোষ নামে বাহিনীর এক অ্যাসিন্ট্যান্ট কমান্ডান্ট। ঘটনার পরই এলাকায় ছুটে আসে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘিরে ফেলা হয় গোটা এলাকা। প্রায় দেড় ঘণ্টা পর রাত ৮টা নাগাদ অভিযুক্ত জওয়ান আত্মসমর্পণ করেন। তাঁকে গ্রেফতার করা হয়।
India vs West Indies:চতুর্থ ম্যাচেই ভারতের পকেটে সিরিজ, ছক্কা হাঁকিয়ে রেকর্ড রোহিতের
তদন্তের জন্য শনিবার রাতেই ঘটনাস্থলে যায় ফরেন্সিক টিম ও সায়েন্টিফিক উইং। তাঁরা সেখানে রাত প্রায় আড়াইটে পর্যন্ত নমুনা সংগ্রহ করে। ১৫ রাউন্ড গুলির মধ্যে মিলেছে ১৪টি গুলির খোল। অভিযুক্ত জওয়ানকে গ্রেফতার করে তাঁকে প্রথমে নিউ মার্কেট থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গিয়ে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় সেন্ট্রাল লকআপে।